মুসলমানদের প্রথম কাবা মসজিদ-উল- আকসা’র পূণ্যভূমি আজ মৃত্যুপুরীর ধ্বংসস্তুূপে পরিণত হয়েছে জালিম ইহুদিদের বিষাক্ত সোবলে। ফিলিস্তিনের গাজা উপত্যকার স্থল, নৌ, আকাশ পথে নির্বিচার চালানো হচ্ছে ইতিহাসে জঘন্যতম, বর্বোচিত হামলা। আগ্রাসী ইহুদিদের নির্মম, পাশবিক, মানবতাবিরোধী গণহত্যা থেকে রেহাই পায়নি নারী, শিশু, বৃদ্ধ, এমনকি হাসপাতালে চিকিৎসারত কিংবা আশ্রয় শিবিরে আশ্রিত কোনো মানুষই । এই নারকীয় হত্যা কাণ্ডের দৃশ্য এবং খবর শুনে আমরা বিশ্ববাসী অত্যন্ত মর্মাহত, শোকাভিভূত। ইহুদিদের এই জঘন্যতম, অমানবিক, ন্যাক্কারজনক কর্মকাণ্ঠের তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনিদের এই মহাবিপদের দিনে সমগ্র বিশ্ববাসীদের চলমান যুদ্ধ বন্ধে জরুরি ভাবে পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসার জন্য উন্মুক্ত আহবান জানাই। ইরান সরকার ও ইরানি গণমাধ্যম এই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জাতিসংঘ, মানবতাবাদী সংগঠনসহ, সকল মুসলিম রাষ্ট্রের প্রধান এগিয়ে আসলে ফিলিস্তিন, ইউক্রেন, মায়ানমারের রহিঙ্গাসহ নির্যাতিত বিশ্বে শান্তি ফিরে আসবে।