• আজ- রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

হেমন্তের পরশে

ফারুক আহম্মেদ জীবন / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

add 1
  • ফারুক আহম্মেদ জীবন

ভোর প্রত্যুষের প্রভাত কালে
শিশির বিন্দু ডেকে বলে,
তাকায় দ্যাখো লোচন মেলে
হেমন্ত ঋতু আসছে চলে।

তাই-তো শিশির বিন্দু জমে
মেঠোপথের দূর্বাঘাসে,
ঊষার কিরণ পেয়ে আজকে
ঝলমলিয়ে শুধু হাসে।

মাঠের পানে ঐ চেয়ে দ্যাখো
আমনধান পাক ধরেছে,
ঘাসফড়িং আর ফিঙে যেনো
নবান্নের সে স্বাদ পেয়েছে।

আউশধান ঐ দুলছে দেখো
হেমন্তের পবন দোলায়,
কৃষকের মুখেও ফুটছে হাসি
ধান সব ভরবে গোলায়।

গাঁয়ের মাঠে কৃষকের দ্যাখো
সারি-সারি কাটা ধানে,
গ্যাং শালিরাও গান ধরেছে
সুর মহুয়ার কলতানে।

ফুটছে পুষ্প শিউলি কামিনী
হিমঝুরি মল্লিকা গন্ধরাজ,
নবান্নের পিঠার ধুম পড়েছে
বাংলার গাঁ-জুড়ে আজ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১:২৫)
  • ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৭ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT