যেদিন তোর, পরাণ পাখি যাবে উড়ে
পড়ে রবে দেহ খাঁচা,
সেদিন তোর, মাটির ঘরে আসবে রেখে
কাচা বাঁশের সাজাই মাচা।
তখন, আলো বিহীন সেই ঘরেতে
তোর , থাকতে হবে দিনে রাতে।
মন তুই, কর্ম ফলে পাপী হলে
কি-যে-ঘটবে নিদারুণ দশা।
আবার তুই, পূর্ণের ভাগিদার হলে
কবর, নূরের আলোয় উঠবে জ্বলে।
তখন, রবেনা আর কবর আঁধার
তুই পেলে আল্লার ভালোবাসা।
আবার, পাপ করিলে পাপের সাজা
সেদিন, দেবেন যে সেই মহা রাজা।
তখন, উদ্ধার করতে যাবেনা কেউ
যতই, চিল্লাাস আমায় বাঁচা।