মা জননী বাড়ি আমার
আমি, বন্দী জেলখানায়,
কেমন করে মায়ের কোলে
এখন, আমি ফিরে যায়.?
নাড়ির টানে আসে মা-যে
দেখার জন্য ছুটে,
কতোটা পথ পাড়ি দিয়ে মা
জেলখানার গেটে।
আমায় দেখে মা জননী
কেঁদে বুক ভাসাই।
মা, রাতে কাঁদে দিনে কাঁদে
আমায় মনে করে,
ভাবে শুধু আমার খোকা
ফিরবে কবে ঘরে?
মায়ের জন্য মনটা কান্দে
এই কাঁদে যে হৃদয়।
অন্তর আমার কেঁদে মরে
বসে কারাগারে,
মায়ের আদর কবে পাবো
একটু পরাণ ভরে?
আমি, দিন মাস বছর গুণী
সেই-না অপেক্ষায়।