আমি আসবো বন্ধু…
তুমি জেনে রাখো আমি আসবো বন্ধু
আমি সত্যিই আসবো…
কোন এক হেমন্তের বিদায়ের লগ্নে
কোন এক শীত মৌসুমে,
ঠিক বসন্ত ঋতু সূচনার কিছু পূর্ব ক্ষনে
যখন ধরণীতে শীতের আগমনে
কুয়াশার আচ্ছাদনে
হেমন্ত ঋতু প্রায় পড়বে ঘুমে।
যখন আমটি আমটি শীতের সেই-না
ঝিরিঝিরি কুয়াশাতে…
ভোরে পূবের সূর্য মিষ্টি রৌদ্র ছড়াবে
প্রকৃতিতে খেলবে রশ্মি
নানা বৃক্ষ শাখার সবুজ তনুর ফাঁকে,
পক্ষীরা পালক ঝাপটে
শীত বার্তা দিবে কিচিরমিচির ডেকে।
পল্লী গাঁয়ের মাঠে মাঠে
আমনধান কাটার জন্য পড়বে হিড়িক,
সোনা ধানে ভরবে কৃষকের আঙ্গিনা
কৃষাণী ঢেঁকিতে কুটবে গুড়ো
গাছি রস নিয়ে মেঠো পথে বাড়ি ফিরবে
নতুন গুড়োর খেজুর রসে তৈরি
নানা রকম পিঠার ম-ম গন্ধে ভরে উঠবে
গাঁয়ের গৃহিণীর উনুনের চারপাশে
ঠিক তেমনি কোন এক শীতের মৌসুমে
দূর্বাঘাসের শুভ্র শিশিরে
কদম ভেজা অবস্থায় হঠাৎই এক প্রভাতে
তোমার সম্মুখে হাজির হব ঠিক।