পুরুষ হয়ে জন্ম নিয়ে কিসের এতো ভয়
সফলতা আসবে ঠিকই হবে তোমার বিজয়।
এতো ভাবার কি আছে পাই নাতো খুঁজে
কাজেই মাতো দেখবে তুমি জীবন কেমন সাজে।
পরের দিকে থাকলে চেয়ে লাভ কি হবে তোমার
কাউকে কেহই দেয়না কিছু পারলে করে প্রহার।
সফল হতে হলে তোমার কষ্ট করা চাই
চাইলে খোদা তবেই তুমি সফল হবে ভাই।