• আজ- শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ভোটের অধিকার চাই

রুহুল আমিন / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

add 1
  • রুহুল আমিন

রাজনীতির ঐ “র” জানেনা
সাংসদ হতে চায়,
অলীক স্বপ্নের হাতছানি দেয়
পড়ছে নেতার পায়!

কোনো নচ্ছার প্রার্থী চায় না
দেশের জন-গণ,
যোগ্য প্রার্থী -সাংসদ হইবে
আসুক এমন জন।

তেলবাজ নেতার হিড়িক দেখে
অবাক জাতি আজ,
বিবেকবোধের- বড়োই অভাব
নেইতো কোনো লাজ!

সাংসদ হবার – সাধ জেগেছে
পেপার কিনে নেয়,
চামচাদের আজ সাথেই নিয়ে
হইহুল্লোড় যে দেয়।

নচ্ছার গুলোই সাংসদ হইলে
জাতির যাবে মান,
নোংরা করবে-পবিত্র ঘর
গাইবে ওঁরা গান।

সঠিক নেতা টিকিট পাইবে
চামচামিতে নয়,
বেজায় খুশি থাকবে জাতি
যোগ্য প্রার্থী হয়।

গড়বে দেশটা নিজের ভেবেই
ভোটটা দিবো তার,
বিপদাপদে – বছর পাঁচেক
পাশে পাবো যার।

বিভেদ ভুলে গড়বে দেশটা
ভোট অধিকার চাই,
সঠিক প্রার্থী বাছাই করার
সুযোগ জেনো পাই।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১০:২৪)
  • ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৬ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT