আয়-না তুরা কে-কে আসবি
আমাদের পল্লী গাঁয়…
সবুজে ঘেরা গাঁও খানি মোর
পাখিরা গান গাই।
আসলে আরো দেখতে পাবি
রাখালের হাতে বাঁশি,
পল্লী গাঁয়ের শ্যামলা মেয়ের
প্রাণ জুড়ানো হাসি।
দেখতে পাবি পড়ন্ত বৈকালে
খেজুর গাছ কাটে গাছি
গাঁয়ের ছেলে মেয়েদের খেলা
বুড়ীচু আর কানামাছি।
আয়-না তুরা কে কে আসবি
আমাদের পল্লী গাঁয়,
দেখবি কেমনে ঝিলের জলে
শাপলা ফুটে রয়।
দেখবি ভোরে লাঙ্গল কাঁধে
কৃষকদের যেতে মাঠে,
গান গাহিয়া রাখাল ছেলের
কি করে সময় কাটে।
সন্ধ্যা হলে জারি সারি গানে
এ গাঁয়ে জমে আসর,
রাত জেগে তা দেখিস যদি
দেখাবো আমি তোর।
সাথে নিয়ে দেখাবো তোকে
দেখতে মন চায় যদি,
গাঁয়ের পাশে যে বয়ে চলেছে
ছোট্ট কপোতাক্ষ নদী।