মাথায় মাঝ বরাবর সীঁথি করা,
চুবচুবিয়ে তেল দিয়ে লেপ্টানো,
ঠোঁটে পাতার চুরুট,
কাঁধে গামছা,
লুঙী পরা,
পায়ে সু,
পান চিবোতে চিবোতে কিশোরীদের উঠোন দিয়ে হাটতো,
আড় চোখে প্রিয়জন খুঁজতো।
আগেকার প্রেমিক পুরুষগুলোকে খুব মিস করি
ইস্ হারিয়ে গেছে ইমো, ভাইভার, টেঙ্গোর তাড়া খেয়ে।