কালু মিয়া ঠান্ডায় কাঁপে
দেয়না গাঁয়ে কাপড়,
খালি শরীরে বেড়ায় শুধু
নেই পায়ে চোপড়।
অল্প কথাতেই রেগে যায়
সকলে পায় যে ভয়,
সবার সাথে বেড়ায় কালু
ঠান্ডার কথা কয়।
অনলের দাবদাহে দৌড়ে
ছুটে যায় খুব কালু,
অনলের আগুনে নানান
পুড়ে খায় যে আলু।
রাতের বেলায় ঘুম যেতে
দেয়না শরীরে কাঁথা,
ঠান্ডার কথা না বলে সে
বলে শরীরের ব্যাথা।