কখনো যদি
আমার জন্য তোমার
দুটি চোখে ঝরে বন্ধু জল..
তবে, জেনে রেখো তুমি সে জল শুধু
তোমার, একার চোখে ঝরে না…
তোমারি মত যে আমারও দুটি চোখে
জল তখন ঝরে অবিকল।
তোমারি মত যে আমারও দুটি আঁখি
জলে তখন করে টলমল।
তুমি ব্যথা পেলে…
সে ব্যথায় ব্যথিত হয় আমার মন
তোমার ঐ মনের সাথে
আমার এ মনের যে এমনই বাঁধন।
আমাদের, হতে পারে দুটি দেহ
তবু, পর নই আমরা কেহ…
তাইতো, তোমার বুকে জ্বললে অনল
বন্ধু, আমার ও বুকেতে তখন
জ্বলে, ওঠে সে অনল।
তুমি কষ্ট পেলে…
তোমার, মনের কষ্ট তাইতো আমি
অনুভব, করি যে দিলে…
আমার, প্রাণের চেয়েও অনেক বেশি
তোমায় আমি ভালোবাসি,
তাই, কাঁদাতে চাইনে তোমায়
আমি, দেখতে চাই ও মুখেতে হাসি।
দুঃখের ছোঁয়ায় আঁখি যেনো
কভু, না করে ছলছল।