দেখলে আমায় ছোট্ট খুকি
মিটমিটিয়ে হাসে,
একটু খানি কাছে গেলে
আমার কোলে আসে।
কোলে বসে গল্প করে
আদর করে কতো,
এমন করে যত্ন করে
আমার মায়ের মতো।
বলবে খুকি মালাই খাবো
আরো খাবো দধি,
মামা বাড়ি নিয়ে যাবো
এসব দিবে যদি।
গুনগুনিয়ে গান শোনাবো
নাচ দেখাবো আরো
চুড়ি, বালা, ঠোঁট লিপস্টিক
কিনে দিতে পারো।