ঋতু চক্রের আবর্তনে
শীত দিয়েছে উঁকি,
নরম কাঁথায় গা জড়িয়ে
পড়ে খোকা-খুকি।
ঘরে ঘরে পিঠা-পুলি
খেতে ভারি মিষ্টি,
মা-চাচিরা কাজে ব্যস্ত
চির চেনা কৃষ্টি।
ঘাসের ডগায় শিশির কণা
দেখায় মুক্তোর মতো,
গায়ে মাখে সকালের রোদ
ছেলে- বুড়ো যতো।
খেজুর গুড়ের ভাপা পিঠার
ঘ্রাণে চারপাশ ভাসে,
দাদির হাতের পিঠা খেয়ে
খোকা-খুকি হাসে।