আমার পাগল এ মন ভাবলো মদন
বুঝি, সংসারের রাজা…
মদন, সংসারের রাজা…
তাই ভেবে সে মদন রসে, লুটলো-রে মজা
কত, লুটলো মন মজা।।
হায়রে..! ভাবিনি মন পেতে হবে
একদিন এর সাজা…
একদিন এর সাজা।।
সেই, দুষ্ট মদন এমন সেয়ানা….
আমাকে, ফাঁদে ফেলার জন্য কতো যে
করে সে, নানান বাহানা।।
সে, সুযোগ পেলেই ওঠে জেগে…..
বুঝাই সে তাজা ৷।
সেই, দুষ্ট মদন এমন হারামি…..
কোন ভাবেই তার সাথে পেরে হায়-রে!
উঠিনে আমি।।
ওরে, নেই যেনো তার কোন শরম…
নেই যেনো লজ্জা ।।
তাই, অধম কবি ফারুক ভাবে বসিয়া……
আমি, কোন রশিতে শক্ত করে
তাকে, বাঁধবো কষিয়া..?
নাকি, গরম তেলে ফেলে তাকে
করবো-রে ভাজা..?