পিঁপড়ে আমায় দেখিয়ে দেয় মিস্টি কোথায় আছে।
এদিক সেদিক ঘুরে ফিরে জামেলা পাকায় ঘাসে।
পিঁপড়াড় চিন্তাভাবনা সজাগ, সচল এবং কর্মঠ্য।
চিন্তা হচ্ছে হেঁটে যাওয়া। চলতে থাকা। উন্মুক্ত, অবারিত।
প্রকৃতপক্ষে পিঁপড়া সাহস আর অধ্যাবসায়ের প্রতিনিধিত্ব করে।
তবে দুর্ভিক্ষের ফাটল ধরে ঝোপঝাড়ের গহ্বরে থেকে শৃঙ্খল
হয়ে তারা ফিরতে চায় নি মানুষের প্লাস্টিক শহরে ।
একদিন দেখা মিলবে ঘরের কোনায়, পাতায় পাতায় এবং সবুজ ডালে৷