দেশকে গরীব ভালোবাসে, গরীবের মাঝে মুজিব আছে।
উদ্যান গগন পুষ্প আজও ঘেরা মমতায়
বহুকাল আগে- নিরীহ গরীব’ই মৃত্যুঞ্জয়।
মুক্ত গগনে মুক্ত বনে র্দূগন্ধ পবনে,
সোনার বাংলায় উল্লু নেতা, নেতা তোমায় চাই।
গ্রাম হয়েছে শহর, শহর বাচবে কার কৃপায়?
তেপান্তর হতে ছুটছে জাতি রয়েছে শপথ শিরায় শিরায়
ফাটা ললাটে জলের পানে চাওনিতে পরিচয় মিলে
রণবীর নয় ছদ্মবেশে গরীবের দোয়ারে।
আঁধারে হিসেব কসে উন্নয়ন মেলে প্রভাতে।
স্বাধীনতার ছাপ দেখা যায়, শিউরে উঁঠে যে বাক শ্রবণে
প্রস্তুত ছিলো কোটি উন্মাদ অঝরে প্রাণ দিতে
মোরা ব্যর্থ গরীবের দ্বারে ত্রান পৌঁছাতে
মনুষ্যত্ব ভক্ষণ করেছে কেউবা জল ভেবে করেছে পান
আর ধরো না উল্লু নেতা আর ধরো না ভান।
নেতা তুমি আশার প্রদ্বিব গরীবের বুকে ধূর্ত প্রতিক,
পালাবে উল্লু নেতা বুজবে যবে গতি বেদিক।
ইশাদি হয়ে রবে মৃত্তিকার বুকে লাল আবরণ
নেতৃত্ব গণনাতে প্রতিটা তৃণে মহান নেতার পদচারণ।
দিবার আলো দেখেছে ক’বার? সাক্ষী দিবে গভীর অন্ধকার।
লক্ষণীয় চেয়ে দেখো রাজাকার আজও করছে অস্বীকার।
আমি চলে যাচ্ছি শহর ছেড়ে- কেউ ডাক দিসনে আমারে!
দেখে যেতে চাই এই দেশেতে মুজিব আছে উল্লু নেতা আর নাই!
বলি স্মরণে তার, সময় হয়েছে যাবার-
জয় বাংলা এই বাংলা আমার।