যখন প্রতিবছর পহেলা বৈশাখ, ভালোবাসা দিবসে,
একঝাক প্রেমিক প্রেমিকেরা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়!
তখন মনে পরে তোমায় আর আমার ফেলে আসা রঙ্গীন মূহুর্তের কথা।
হাতে হাত রেখে মেলার মাঝে ঘুড়ে বেরানোর কথা!
তোমার সেই প্রিয় মানুষটি, ভেবে দ্যাখো, বসেঐ দূরে..
ভেসে চলে, তোমায় নিয়ে ভাবনার আলোর চাদরের নিচে!
দুজনের স্মৃতি টুকু ভাবতে ভাবতে পার করে দেয়
একা একা হাজারো বৈশাখের বিকেল, সন্ধাগুলো!
সিমাহীন কষ্টে দু’চল গড়িয়ে নামে চোখের পানি!
মূহুর্তেই আবার সেই পানিটুকু মুছে ফেলতে হয়!
সহ্য করতে হয় বন্ধুদের বিদ্রুপ হাসি ঠাট্টা, তামাশা
দিনের পর দিন সহ্য করতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে!
মনে পরে যায় টিউশনির টাকা বাচিয়ে প্রিয়জনের চুলের ক্লিপ,
ব্যাসলেট, গোলাপ কিনে দেবার কথা!
মনে পরে যায়, একসাথে বসে দুজনের আইক্রিম খাবার কথা!
প্রিয়ার ব্যাগে লুকিয়ে আনা, আপেল, কমলার কথা!
এ ভাবেই ভাবনার আলোর চাদরে, ভাবতে ভাবতে
পার হয়, সহস্র বৈশাখের বিকেল ও সন্ধাগুলি!!
দিন শেষে মন যেন অজান্তেই বলে ফ্যালে আমার
ভালোবাসি তাই আজও অপেক্ষা করি তোমার।
তুমি আসবে বলে।