যুদ্ধ মানে বুকফাটা কান্না
বাবার কোলে মৃত শিশুর লাশ
বর্বর হামলায় ধ্বংসস্তুপে আর্তনাদ
ধর্ষিত মা বোন যন্ত্রণায় কাতর
যুদ্ধ শিশুর বাবাহীন বিষাদে
গ্লানিময় জীবন বয়ে বেড়ানো
বিধবার অশ্রুসিক্ত করুণ জীবন
বিকলাঙ্গ শরীরটাকে টেনে মৃত্যু কামনা
যুদ্ধ চাইনা আর কোথাও কোন দেশে
শান্তির বাণী হোক”যুদ্ধকে না বলো”
যুদ্ধকে ঘৃণা করো
সকলকে বাঁচতে দাও
ধর্ম যুদ্ধ, বর্ণবাদ যুদ্ধ, বিশ্বময় সকল যুদ্ধ আগুনে পুড়িয়ে শান্তির
বৃষ্টি ঝরুক পৃথিবীময়।