আজকে তোমার গাড়ি বাড়ি,
কতোই ধন জন…
তুমি, অসৎ উপায় করলে কত
টাকা উপার্জন।
কোন, দান খয়রাত করার মত
নেই তোমার মন
তুমি, ক্ষুধার্ত কে করালে না
কখনো ভোজন।
এসব, সাথে কি পারবে নিতে
আসবে যখন মরণ?
একটু, করলে নাতো কখনো
তুমি, নামাজ রোজা
কেবল, জীবনভর বাড়ালে যে
শুধু পাপের বোঝা।
তুমি, সুখের নেশায় লুটে গেলে
দুনিয়ার মজা…
আর, অসহায়দের ভাবলে তুমি
সমাজের বোঝা।
এমন, স্বার্থপর অর্থ পিশাচ
হৃদয় হীন ও মন।
হারাম পথে করলে আজকে
যতো টাকা কামায়
সব, টাকাকড়ি রাখিলে তুমি
ব্যাংকেতে জমায়।
তুমি গড়ছো আজ অট্রলিকা
রাজ সিংহাসন
আজ চড়ছো তুমি দামি গাড়ি
যা-ইয়ার কন্ডিশন।
যাকাত ফিতরা দেওয়ার মত
নেই কোন মন
তুমি, করলে না জীবনে হজ্ব
তুমি এতটা কৃপণ।
অর্থ, সম্পদটাকেই শুধু তুমি
ভাবিলে আপন
কভু, ভাবলে না সঙ্গী তোমার
হবে সাদা কাফন।
তুমি, দেখলে না কখনো মেলে
কুরআনের পাতা..
শুধু, গুনাহ করে ভরলে তুমি
জীবনের খাতা।
নবীর, হাদীস শুনলে বলো তুমি
ও সব মিছে কথা
ধন, সম্পদটাই তোমার এমন
বিগড়ে দেছে মাথা।
মরণের পর প্রভু হিসেব নিলে
বলবে কি তখন?
আজ, সোনার পালঙ্কে তুমি
করো তাই শয়ন
গরীব দুঃখীর করো না তাই
তুমি কভূ মুল্যায়ন।
অর্থের, দম্ভে এতোই তোমার
আজ অহংকারী মন
কাউকে, সালামটুকু করো না,
তুমি, এতটা কৃপণ।