এই দেহে আছে নদী
এই দেহে আছে সাগর
এই দেহে আছে পৃথিবীর মাটি,
যেদিন প্রাণ যাবে উড়ে
দেহ কাফনে মুড়ে
আবার, এই মাটিতেই করবে দেহ
পরিপাটি।
এই দেহে আছে আকাশ,
এই দেহে আছে বাতাস
এই দেহে আছে চন্দ্র সূর্য তারা
বললে কি তা বুঝবে মূর্খ
বুঝবে যার জ্ঞান সূক্ষ্ম
কেউ, দেখতে কি পাবে সেসব
দেহ কাটি..?
এই দেহে আছে আগুন
এই দেহে আছে পানি
এই দেহে বয় চৈত্র খরা ফাগুন
এই দেহে আছে ফুল,ফল,
নানান, বৃক্ষ শাখা ডাল
সেসব, শুনলে তো হবে রুক্ষ
জানে যে জ্ঞানে দক্ষ
যেজন, গুরু ধরিয়া সব দ্বার
নেছে আঁটি।
তাই অধম কবি ফারুকের ভাবা,
দেখতে সেজন পাবা
সিদ্ধি, সাধনে হয়েছে যার
মনটা খাঁটি।