শখের বসে তৈরী করে
মানবকুল এ ধরায়,
কোরান মাঝে বলেন প্রভু
করিস না কেউ বড়ায়।
কেউ করিস না হিংসে গীবত ,
বড় ছোট নিয়ে,
লড়িস না কেউ এই ধরাতে
মারনাস্ত্র দিয়ে।
হিংসে গীবত হানাহানি
ছেড়ে দিয়ে সবে,
বসুন্ধরায় করলে রে বাস
শান্তি সতত রবে।
সুখে দুখে সকল সময়
খোদা হৃদয় পুষি,
চললে মেনে কোরান হাদিস
আল্লাহ পাক হয় খুশি।।