সাঈদুর রহমান লিটন
দূর থেকে দেখা যায় দুর্গা প্রসাদ দের ঘর
ঐ বারান্দায় তাকে দেখা যেতো,
বৌদি ডাক দিয়ে বলতো ঠাকুর পো চা খেয়ে যাও।
দেই দেই করে আর দিতো না।
ঘরে পিঁপড়ে খাবে এমন চিনি ও নাই
চা কিনে না অনেক দিন।
এখন আর দেখিনা সেই বারান্দায় কাউকে
এখন আর বসেনা নব্য কবিদের আড্ডা।
দেখিনা ঝোলা হতে বের করে কবিতা শোনাতে,
দেখিনা ভাঙা চশমা রশি দিয়ে কানে বাঁধতে
বলেনা লিটন চশমাটা ভালো তাই ফেলিনা।
জীবনের সব মায়া ত্যাগ করে চলে গেছেন
বাড়ির পর পলাশ গাছে আর ফুল আসে না
সবচেয়ে সেরা ফুলটাই যে ঝরে গেছে।