রূপসী ম্যানগ্রোভ সড়কে নিম্নমানের কাজ

জনগণের বাধায় গা-ঢাকা ঠিকাদার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কে নিম্নমানের উপকরণে কার্পেটিং কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) ছুটির দিনে চলমান কাজের অনিয়ম ধরা পড়লে ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন।

জানা গেছে, সুশীলগাতী-শিবনগর সড়কের ১৫শ মিটার কার্পেটিং কাজের দায়িত্ব পান ঠিকাদার ফয়সাল হোসেন। কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগে পূর্বেও কাজ বন্ধ করা হয়েছিল। সম্প্রতি পুনরায় কাজ শুরু হলেও আবারও নিম্নমানের পিচ ও পাথর ব্যবহার, সঠিক রুলার না করা এবং কার্পেটিং ওঠে যাওয়ার অভিযোগ ওঠে।

Left

স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারের লোকজন নিম্নমানের পিচ ও পাথর ব্যবহার করে রাতের আঁধারে কাজ করেন। কার্পেটিং টান দিলেই উঠে আসছে, যা অচিরেই নষ্ট হয়ে যাবে। তারা অভিযোগ করেন, এলজিইডির কর্মকর্তারা উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

সহকারী ঠিকাদার আলমগীর হোসেন অনিয়মের কথা স্বীকার করে বলেন, “ভুল হয়েছে, সমাধানের চেষ্টা করছি।” তবে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পেয়েছি। এটি গুরুত্বপূর্ণ সড়ক, তাই নিয়ম অনুযায়ী কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ