এডিস মশা খুব মারাত্মক
করো না কেহ ভুল,
প্রাণহানী যে ঘটতে পারে
বিদ্ধ করলে হুল।
এডিস মশা দেখতে ছোট
পিঠ-টা সাদা-কালো,
হুল ফুটাই সকাল বিকেল
থাকতে সূর্যের আলো।
ডেঙ্গু জ্বরের জীবাণু যে
এডিস মশা আনে,
শহর গাঁয়ের সব মানুষেই
এখন সেটা জানে।
এডিস মশা বংশ বিস্তার
করে বন্ধ জলে,
ফেলে দিতে হবে তাই জল
তিনদিন বাসি হলে।
বাড়ির আশপাশ খানা গর্ত
ড্রেন ডোবা নালি,
পঁচা ময়লা জল ফেলে যে
করতে হবে খালি।
বসত বাড়ির আশেপাশে
আবর্জনা পেলে,
পরিস্কার সব করতে হবে
দিতে হবে ফেলে।
এর পরেও যদি ডেঙ্গু জ্বর
কোন মানুষের হয়?
সুচিকিৎসা ডাব জল খেলে
আর থাকেনা তো ভয়।