তোমাকে দেখলে প্রিয় বন্ধু
আমার কী! যে ভালো লাগে,
সে কথা আমি বলে বোঝাতে পারবো না।
তোমার ঐ বদন পরে কী যেন কী মায়া জড়ানো,
বার বার আমার মনকে মায়ায় ফেলে,
ভুলতে পারি না তোমাকে।
দুই নয়নে দেখলে তোমার যুগল মূর্তি,
সহস্র দু:খ কষ্ট নিমিষেই শেষ হয়ে যায়।
দেহের মাঝের জরা ব্যাধি,
তোমায় দেখলে নিমিষে ভালো হয়ে যায়।
তাপিত হৃদয় শীতল করে,
চিত্ত মাঝে এক সুখের সাগর বিরাজ করে,
কী শান্তি অনুভূতি হয় আমার
সে কথা কাউকে বলে বোঝাতে পারবো না।
সুশীল বদনের দিকে অনিমেষ ভাবে,
চেয়ে থাকে মম নয়ন।
কেন যেন তোমাকে খুব ভালো,
তাই তো একটু ভালোবাসার পরশ পেতে ছুটে আসি।