প্রাণজুড়নো কাশের ফুলে
শরৎ এলো ধরায়,
নদীরকূলে ছুটে যেতে
মনটা শুধু পোড়ায়।
এমন সুন্দর রূপ-মাধুর্য
কোন কারিগর গড়ায়?
কার্তিকে যায় শুভ্রতাকে
কীসের উপর চড়ায়?
আকাশ জুড়ে বকের সারি
ডানা মেলে ছড়ায়,
হলুদ বরণ লম্বা ঠোঁটে
শিশুকিশোর ডরায়।
মাঠের বুকে সোনার ফসল
চাষির গোলা ভরায়,
শরৎকালের প্রকৃতিটাই
শুভ্রতাতে মোড়ায়।