রুনু আর ছন্দা
তারা দু’জন সই
রুনু মেয়ে হাসনাহেনা
ছন্দা মেয়ে জুঁই।
শালিকের বেশে তারা
একসাথে ছোটে
হাসিমাখা ভাব জমে
দু’জনের ঠোঁটে।
জেসমিন মেয়েটাও
তাদেরই সই
মিষ্টি মেয়ে গুলো
কই তোরা কই?
আয় আয় ফুল পাখি
মজার দেশে
লাল নীল পরী সেজে
নতুন বেশে।
আকাশের বুকে তোরা
ভাব জমে দে
মনের কিনারে শুধু
আমাকেও নে।