শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ)এ নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
মাহফুজুর রহমান, শামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিদ্যালয়)এ বুধবার ২৯ জানুয়ারি ষষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান, পিঠা উৎসব, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এবং তারুণের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। অত্র বিদ্যালয়ের ছাত্র রাজ মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা ক্রমিকে ১১৩তম স্থান অধিকার করায় তাকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং দরিদ্র রাজকে মেডিকেলে পড়ার জন্য অনুদান প্রদান করেন। তিনি উক্ত বিদ্যালয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে উচ্ছাস প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমি আমার চাকরি জীবনে কোন বিদ্যালয়ে এত সুন্দর অনুষ্ঠান এবং এত ছাত্র ছাত্রীর অংশগ্রহণ দেখিনি যা আমাকে বিমোহিত করেছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। প্রধান শিক্ষক আব্দুল করিমসহ সকল শিক্ষক ছাত্র-ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১সিরাজুল ইসলাম পল্টু, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটিসহ এলাকাবাসি।
