বিশিষ্ট শিল্পপতি জাতীয় পার্টির নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল আর নেই

মুন্সিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের সকলের অতি পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট চিংড়ি ঘের ব্যবসায়ী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বেশ কয়েকদিন অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি-২৫) সন্ধ্যা ৭টায় ঢাকার বেসরকারি এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নিজ গ্রামে বাঁশতলা বন্ধ কাটি বাগেরমাঠে বেলা ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র শাওন, একমাত্র কন্যা সাথীসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি জেলা ব্যাপী মোড়ল সাহেব হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ