চাঁদ উঠেছে বাঁশ বাগানে
দেখ্ না চেয়ে ওই,
আবীর আরাফ মাহমুদ তোরা
গেলি আহা কই!
চাঁদের আলো দিঘির জলে
করছে ঝিলিমিল,
আরো সুন্দর লাগছে দেখো
লোহর নদীর বিল।
জোনাকিরা আলো জ্বেলে
চলছে দলে দল,
দেখতে চাইলে জলদি তোরা
আমার সঙ্গে চল্?
ঝিঁঝিঁপোঁকা নেইতো বসে
উড়ছে আপন মন,
জোনাকিদের বন্ধু হয়ে
বনের পরে বন।
আমার কী যে লাগছে ভালো
তাদের দেখে হায়,
দেখতে চাইলে এসো সবে
আমার বুল্লা গাঁয়।