ঋতুর রানি শরৎ এলো
শালিক, ময়না ডাকে,
শরৎ মানেই কাশফুলেরা
হাসে নদীর বাঁকে।
ভাদ্র-আশ্বিন শরৎ ঋতু
জুঁই টগরের মেলা,
প্রকৃতিরই রূপের দোলায়
কাটে সারা বেলা।
নীল গগনে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
মাঝে মাঝে বৃষ্টি পড়ে
বিলে ফোটে শাপলা।
গাছে গাছে পাকা তালের
মিষ্টি গন্ধ ভাসে,
তালের রসের পিঠা খেয়ে
খোকা-খুকি হাসে।