শ্যামনগর সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সবুজ আহমেদ:
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ২২ জানুয়ারী তারুণ্যের ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনী খাতুন উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর। বিশেষ অতিথি বিহেসেবে উপস্থিত ছিলেন মিনা হাবিবুর রহমান, এ্যাকাডেমিক সুপারভাইজার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, প্রাক্তন চেয়ারম্যান ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন, আজিজুর রহমান, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্ধ। সকাল ৯.০০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন। ৯.২০ মিনিট থেকে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক, হামদ্ নাত,কবিতা আবৃতি, গান ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক শ্রেণি থেকে ১ টি করে পিঠার স্টল দেন ছাত্র-ছাত্রীরা সেখান থেকে নানা প্রকারের পিঠা ক্রয় করেন উপস্থিত সকলেই। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পিঠার স্টল পরিদর্শন করেন। তাহার সফর সঙ্গী ছিলেন নাজমুল হুদা উপজেলা কৃষি কর্মকর্তা ও নাসিমা আনোয়রা বেগম উপজেলা হিসাব রক্ষণ অফিসার। উপজেলা নির্বাহী অফিসার বলেন সুন্দরবন উপকূলের পাশের প্রতিষ্ঠানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে, আমি না আসলে অনুষ্ঠান মিস করতাম। সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক-কর্মচারীকে ধন্যবাদ জানাই। বিকাল ৪.০০ ঘটিকার সময় অনুষ্ঠানটি সম্পাপ্ত হয়।
