শ্রাবনের বৃষ্টি অভিরতো ঝরছে
আকাশ তুমি বলো না!
কার উপর তোমার অভিমান হচ্ছে।
মেঘ গুলো তোমাকে ঢেকে রেখেছে, তুমি আর কেঁদনা!
তোমার চোখের জলে
আমার আঙ্গিনায় যে নদী হয়ে গেছে।
অতীতটা মনে পড়ছে বারে বারে
টিনের চালে বৃষ্টির ঐ শব্দে।
ছেলে মেয়ে যখন ছোট ছিলো
আঙ্গিনা জলে ভরে গেলে ওরা জলে নামতো।
কত হাসি, খুশি হয়ে নাচতো,আর ভিজতো!
যদিও রাগ হতো, তবুও ভালো লাগতো।
হারিয়ে গেছে সেই চঞ্চলতায় ভরা,
ওদের সেই আনন্দের পশরা।
এখনো চোখে ভাসে,
মনের অজান্তেই চোখে জল আসে।
সময়ের আবর্তে হারিয়ে গেছে
মনের সেই রঙিন দিন গুলো।
এখন ইচ্ছে ও করে না ভিজতে,
জীবনটা হয়ে গেল যেন কালো!
বয়স বেড়ে যাওয়ায় সাথে সাথে
মনটা যেন যায় মরে।
দুঃখ বিলাসী হয়ে থাকতে হয়,
সুখ বিলাসী আর হতে মন নাহি চায়!
জীবনের এই শেষ বেলায়
কত কিছু চিন্তা হয়?
তীর বেধা পাখির মতো যন্ত্রনা হয়।
আর মনে হয়,আর কি সুখ আসবে!
সুখের কোন গোলাপ ফুটবে জীবনে!