‘ফেউ’ নিয়ে হাজির হয়েছে চঞ্চল চৌধুরী

১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুন্দরবনে ঘটে যাওয়া মরিচঝাঁপি গণহত্যার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অরিজিনাল সিরিজ ‘ফেউ’। নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ১২ পর্বের ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’তে মুক্তি পাবে আগামী ২৩শে জানুয়ারি ২০২৫ । পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার দ্বীপ মরিচঝাঁপি। দেশ ভাগ ও মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ শরণার্থী হয়ে ভারতে পাড়ি দিয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশ আশ্রয় নেন সেই মরিচ ঝাঁপি এলাকায়। সরকারি আশ্বাসে ঐখানে আবাস গড়ে তোলা হয়। ভোটের আগের রাজনীতি রূপ পাল্টে ভোটের পরে। শুরু হয় উচ্ছেদ। উচ্ছেদ অভিযানে মরিচ ঝাঁপিতে খাবার ও পানি বন্ধ করে দেয়া হয়। এমনকি ঘরে ঘরে আগুন লাগানো হয়। সে সময় নৌকা ডুবিয়ে নির্বিচারে গণহত্যা চালানো হয়। এতে করে তৎকালীন ভারতের রাজ্য সরকার নিন্দা প্রকাশ করলেও তাদের কিছু যায় আসেনি। ১৯৭৯ সালের ১৬ই মে তারা মরিচঝাঁপিকে উদ্বাস্তু শূন্য করতে সক্ষম হন। সরকারি হিসাবে সেখানে নিহতের সংখ্যা মাত্র ২ জন হলেও বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। এই ঘটনাকে তুলে ধরে নির্মাণ করা হয়েছে ‘ফেউ’।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ