তুমি স্বাধীন, ছুটছো দিগ্বিদিক
কোনটা আসল আর কোনটা মেকি
আছে কি তোমার হুশ?
অতৃপ্ত প্রাপ্তির মোহে-
কালো চশমা পড়েছো বলে
আমায় অবহেলা করো হয়ে বেহুশ।
তোমার দিন ও রাত কাটে
কতো শত ব্যস্ততায়-
আর কাগজের নোটের পিছু ছুটে,
আমার কাছে এও খবর আসে
আজকাল আমায় না স্মরিলেও
নেশায় রঙ্গমঞ্চ মাতিয়ে মজা নাও লুটে।
পার্থিব জীবন চলায়-
আমার কথা ভাববে তুমি,
দৈনন্দিন কতোবার মনে রেখেছো তার?
তোমার বেপরোয়া গতিবেগ-
আর উড়নচণ্ডী চলাফেরায় মনে হয়,
একেবারেই তোয়াক্কা করো না আমার।
চরম বেখেয়ালী তুমি-
অন্তত একটি বারও স্মরণ না করে
নিত্য সম্ভোগ করো হরেক কতো কিছু,
স্রষ্টার হুকুমে একদিন বুকে জড়াবোই
তোমার অপেক্ষায় থাকা, আমি ‘মৃত্যু’
শত আপত্তিতেও ছাড়বো না পিছু।