বঙ্গবন্ধু তুমি রক্তিম সূর্য
জ্বালাময়ী ভাষণ,
বিশ্বের মানচিত্রে শিরোমণি তুমি
রাঙ্গানো তোমার আসন।
টুঙ্গিপাড়ার খোকা তুমি
মানব সেবায় তোমার সুখ,
নতুন প্রজন্ম দেখতে চায়
সেই মহান নেতার মুখ।
সারাজীবন কাঠিয়েছ জেলে
সয়েছ নানান যন্ত্রণা
কভু ছারো নিতো হাল
দিয়েছ বাচার প্রেরণা।
৭ই মার্চে দিলে তুমি
জ্বালাময়ী ভাষন,
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”
অর্জন হলো বাঙালির আসন।
৬৬’র ছয় দফায় তুমি
এনে দিয়েছ বাঙালির প্রাণ
৬৯’এর গনঅভ্যুত্থানে
রেখেছ অনেক মান।
৭১’এর কান্ডারী তুমি
স্বাধীনতার মহান স্থপতি
শ্রদ্ধাভরে স্মরণ করবে তোমায়
আজীবন বাঙালি জাতি।