বৃষ্টির মৌসুমে মেঘে ডাকা আকাশের নীলিমায়,
এক গুচ্ছ কদমের সাথে আমার প্রথম পরিচয় ;
পশ্চিমে মেঘে ঘন অন্ধকার আচ্ছন্ন বেলা,
কদম গুচ্ছ হাতে নিয়ে তুমি এলে একেলা।
বরর্ষার বার্তা নিয়ে দিগন্ত হতে দিগন্তে,
তুমি এসে ছিলে হিমেল হওয়ার উত্তর প্রান্তে ;
অচেনা গায়ের পথিক কন্ঠে করতালি আপন ঠিকানায়,
এক গুচ্ছ কদমের সাথে আমার প্রথম পরিচয়।