তীব্র গরমের দাবদাহে রাতে
ঘুম আসে না চোখে,
স্বপ্ন গুলো’ হারিয়ে গেছে যে
দুর সীমানার বুকে।
গাছের পাতা নড়ে না বহেনা
প্রকৃতির ঠান্ডা পবন,
গরমের তীব্রতায় সবসময়ই
খোলা থাকে দু নয়ন।
থাকে না বিদ্যুৎ নাই আরাম
মন থাকে না ঐ ঘরে,
যতোই নিশি দিন যায় ততো
গরমের তীব্রতা বাড়ে।
শীতল হাওয়া করছে সবাই
হাতে যে নকশী পাখা,
হাঁটা চলার পথে হয় সবার
মশার সাথে যে দেখা।
সুযোগ বুঝে মশায় কামড়ে
রক্ত চুষে চুষে খায়,
হাত পাখার বাতাসে মশায়
কোন ভয় নাহি পায়।
পরদিন যেথায় বসে সেথায়
চোখে আসে খুব ঘুম,
হাতের কাছে আসে তখন’ই
কাজ করার যেন ধুম।