দিন যাচ্ছে ভিষণ আনমনা
হারিয়ে তোমায় আজ,
জানি না কোথায় আছো ফিয়োনা
কেমনি বা কাটে তোমার আমি বিনা সাঁঝ?
দিনভর বন্দী থাকতে লোহার খাঁচায়
জানি চাইতো তোমার মন খেলতে মুক্ত হাওয়ায়,
কিন্তু থাকতাম যে ভয়ে
এই বুঝি যাও হারিয়ে,
অবশেষে কিনা তাই হলো
কে যেন তোমায় আমার থেকে ছিনিয়ে নিলো।
এখন শুন্য খাঁচাই রইল তোমার স্মৃতি ফিয়োনা,
যেখানেই থাকো ভালো থেকো করি প্রার্থনা।