মনের মাঝে পুলক জাগে
ছন্দে থাকলে সুর,
ছন্দ ভরে লিখলে লেখা
যাবে বহু দূর।
ছন্দে লেখা পদ্যগুলো
কাঁড়ছে অনেক মন,
স্রোতের বেগে যাচ্ছে কেটে
অলস থাকা ক্ষণ।
শুদ্ধ বাংলায় করলে চর্চা
বাংলা সন্মান পায়,
ভুলে ভরা লেখা দেখলে
হাসির খোরাক হয়।
প্রমিত বাংলা সবার প্রিয়
কাব্যে যদি হয়,
দেশ -বিদেশ ছড়িয়ে পরে
চিত্ত করে জয়।
তালে লয়ে মিলে মিশে
কাব্য করি ভাই,
সর্বোস্তরে শুদ্ধ বাংলা
আমরা এখন চাই।