অন্ধকারাচ্ছন্ন এই কুয়াশার প্রভাতে
না হয়ে হতাশ,
সঙ্কীর্ণতা মুছে প্রকৃতি চাচ্ছে দিতে
বেঁচে থাকার আশ্বাস।
শীঘ্রই উঠবে সূর্য
দূরীভূত করে কুয়াশাকে আলো,
মিটিয়ে রাতের কর্য
দিনের সূচনা হবে ভালো।
কালো অতীতকে ভুলে
পাখিরা নীড় ছেড়ে,
আকাশে ডানা মেলে
উড়ছে দেখো নদীর তীরে।
তেমনি শিশিরের ক্ষুদ্র ক্ষুদ্র কণার জল
সজীবতা বাড়িয়ে,
ঘাসের উপরে করছে ঝলমল
মুক্তোর ন্যায় সৌন্দর্য ছড়িয়ে।