আমি দুর্বার আমি দুরন্ত
ছুটে চলি জীবন ব্যস্ততার ফাঁকে,
স্নীগ্ধতার খোঁজে!
একটু শীতল বাতাসের স্পর্শের সন্ধানে।
বিকেল বেলার নীল আকাশ দেখার সন্ধানে
সাঁঝ রাতের মিটি মিটি তারাদের মেলা দেখবো বলে,
বাংলার চির যৌবনা, পথের পাশে,
গাছেদের স্বাগত, আর বিদায় দেখবো বলে।
কৃষকের তনু পুড়িয়ে হাসি ফোটানো,
সোনালী ধানের সুখ,
নৃত্যের আনন্দ দেখবো বলে।