তুমি তো কবির কবিতার রঙিন স্বপ্ন
মৌমাছির খোঁজা যে ফুল সুবাসপূর্ণ,
তুমি তো সেই জ্যোৎস্না রাতের উপমা
যবে চাঁদ নাম পেয়েছিল পূর্ণিমা।
তুমি তো চিত্রশিল্পীর তুলনাহীন কল্পনা
লক্ষ হাসনাহেনার সুবাসিত বর্ণনা,
তুমি তো সেই,যার বিষণ্ণে এ ধরণী কম্পিত;
সৃষ্ট জলোচ্ছ্বাস,শান্ত সমুদ্রের প্রার্থনা উপেক্ষিত।
তুমি তো বৃষ্টি শেষের রোদ উঠা নীলাকাশ
কৃষ্ণচূড়ার হাস্যোজ্জ্বল মুখের আভাস,
তুমি তো সেই বসন্তের কোকিলের মিষ্টি সুর
উদাস মনের পালিতা মানুষ রূপি হুর।
তুমি তো ভবঘুরে হৃদয়ের অব্যক্ত আবেগ
সম্পর্কের চাপে প্রচ্ছন্ন ভাবনাও আরেক,
তুমি তো সেই নির্জন দ্বিপ্রহরের নিস্তব্ধ স্বর
সীমাহীন মরুভূমির এক মরীচিকাময় বালুচর।