হঠাৎ সেদিন বৃষ্টি জলে নিত্য করে হলুদ মেয়ে
অসংখ্য সবুজ পাতার ফাঁকে মিষ্টি হাসি মুখে;
সে যেন সেজেগুজে রয়েছে সাদাপারা হলুদবর্ণ শাড়িতে
এলোমেলো চুলে কাজল মাখা দুচোখে।
কী অপরূপ লাগচ্ছিলো তুলতুলে গা দুলচ্ছিল
পাপড়িগুলো উড়চ্ছিলো হাওয়ায় ভেসে ভেসে,
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড় গাচ্ছিল আকাশ
ফুল কলিরা আনন্দে নাচাচ্ছিল উল্লাসে।
ঝমঝমিয়ে বৃষ্টি এলো মন করে হায় ব্যাকুল!
ঘোলাজলে ব্যাঙেরা সব কাদা মেখে খেলে দোল;
বোনোহাঁস সাঁতার কাটে এমন মধুর ক্ষণ
কুটিকুটি হাসে বনে কদম ফুল।
হঠাৎ সে ঝিরিঝিরি হিমেল হাওয়ায় উড়ে
দূর আকাশে যেতে চায় কদম গাছ ছেড়ে;
কিন্তু সে পাই না পাখির মতো পাখনা
লজ্জায় তার হলুদ মুখটি ঢাকে পাতার নীড়ে।