জীবন বলি জীবন বলি
জীবন এটা নহে।
শিক্ষার কোনো জীবন পেলে
জীবন বলে তাকে।
শিক্ষা ছাড়া জীবন
জীবন এটা নহে।
সুশিক্ষায় শিক্ষিত হলে
জীবন বলে তাকে।
ভন্ডামিও কপটতায়
জীবন নহে চলে।
শিক্ষার বলে জীবন গড়লে
জীবন ভালো চলে।
সুন্দর জীবন গড়তে হলে
শিক্ষাই মূল কথা।
শিক্ষাই শুধু গড়তে পারে
দেশ জাতি ও উন্নতির পাতা।