আলোর রেখা নিয়ে বাংলাতে
হয়ে বাঙালির শিকড়,
এসেছিলেন রাঙা প্রভাতে
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ।
জাতির দুঃখে সর্বদা হয়েছিলেন ভারাক্রান্ত
তিনি যে অবিসংবাদিত নেতা,
সিদ্ধান্তে ছিলেন চূড়ান্ত
প্রেরণা জুগিয়েছিলেন দিয়ে বক্তৃতা।
দূর্লভ বাঙালি হৃদয়ের কতৃত্বে
অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অকুতোভয়,
তাঁরই নেতৃত্বে
হয়েছিল মহান মুক্তিযুদ্ধে স্বজাতির জয়।
দুর্নীতি প্রতিরোধে
আজ ও নির্দেশ করে তাঁর আঙ্গুলি,
নেই যে কেউ সমতুল্য তাঁর ঋণ শোধে
তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।