চোখ দেখে লেখা যায় প্রেমময় কবিতা,
মনকাড়া চাহনির নিদারুণ ছবিটা!
আঁখি তার যেন হায় তারকা জ্বলজ্বল!
ওই চোখে আছে যাদু আনন্দ বিহ্বল।
আঁখিদ্বয় স্বপ্নালু, অনন্য অপরূপ–
দু’চোখের মায়াতেই হয়ে যাই নিশ্চুপ।
ওই চোখে তাকিয়ে হয়ে গেছি কুপোকাত,
তার চোখে দেখি যেন রাত শেষে সুপ্রভাত।
আঁধারের শেষে যেন আলো আছে ও চোখে,
একবার তাকালেই ঢেউ ওঠে এ বুকে।
মায়া ও মমতায় ভরা তার আঁখিদ্বয়-
তাকালেই মনে হবে চোখ যেন কথা কয়!
দু’চোখের স্বপ্নরা দিবারাতি জেগে থাক,
ভাসা-ভাসা আশাগুলো পূর্ণতা আরও পাক।
ছলছল জল যেন ওই চোখে না আসে,
‘মায়া ভরা চোখ তার’ ভরা থাক উচ্ছ্বাসে।