মনে রাখেনি তোমার দোষ
ভুলে গিয়ে সব অসন্তোষ
মেনে নিয়েছি তুমি বন্ধুই আছো!
অযথা সন্দেহ বা মন কষাকষি
ভালোনা বন্ধুকে ভাবা দোষী
ভয় নেই তুমি খুশিতে নাচো!
সযতনে রাখা বিশ্বাস যতো
হওবা তুমি যতনা ছোট
বন্ধুই তো বন্ধুই হবে,
কলাগাছের মোচার লোভ
সম্ভাবনার মাঝে ভিন্নটোপ
কখনও কি ভালো কিছু দিবে!