মা’গো তোমায় দেখি না আর
বহু বছর ধরে,
তব বদন দেখার তরে
তোমায় মনে পড়ে।
মায়ের চেয়ে দামি কিছুই
পাই না ভবে আমি,
সারা বিশ্ব আমায় দিলে
মা’যে আমার দামি।
মায়ের ছোঁয়া পরশ মাখা
দামি সোনার চেয়ে,
মাকে দেখার জন্য আমি
বাঁকা পথটি বেয়ে।
কত আশায় পথের মাঝে
মাকে দেখার ছলে,
পাই না মাগো তোমায় খুঁজে
হৃদয় কেঁদে বলে।
মা’র মমতা পাই না আজি
হৃদয় পুড়ে ধোঁয়া,
পাবো না আর কখনো সেই
মায়ের স্নেহ ছোঁয়া।