আমার কষ্ট আসে না
বুক ভরা কান্না আসে না
চোখ ভেজা পানি আসে না
কলমের নিপের কোনায় লেখা আসে না
খাতায় পাতায় কবিতা আসে না
বইয়ের প্রচ্ছদে গল্পের নাম আসে না।
আমি ঔপন্যাসিক হতে চেয়ে ছিলাম!
আমার নাটকে সংলাপে চরিত্রের বৈচিত্র আসে না
ছায়াছবির দুঃখান্ত ক্ষণে বিয়োগান্ত গান আসে না।
আমার আকাশে চাঁদ আসে না
পাহাড়ি ঝরনায় পানি আসে না।
আমার হৃদয় সমুদ্র লবন শূন্য
কষ্টে আমার অনুভূতি আসে না।